চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে ‘জুলাই যোদ্ধা’ কিশোরের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ at ১২:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে জিহাদুল ইসলাম রাজা (১৬) নামের এক কিশোর। আজ বুধবার ইফতার পরবর্তী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজীর পাড়ায় সংঘটিত এই দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া জিহাদুল ইসলাম রাজা ওই পাড়ার ডেকোরেশন ব্যবসায়ী ওসমান গণির পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে- বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া জিহাদুল ইসলাম রাজা পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত ৫ আগস্ট চকরিয়ার রাজপথে সক্রিয় অংশগ্রহণকারী (জুলাইযোদ্ধা) ছিল।

এ ব্যাপারে চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুস শফি বলেন, নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে জিহাদুল ইসলাম রাজার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধ৪ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেল বোয়ালখালীর শিশু আবির
পরবর্তী নিবন্ধছুটি ছাড়াই বিদেশে অবস্থান, চবির ২ শিক্ষক চাকরিচ্যুত