বিএনপির ডাকা হরতালের সমর্থনে কক্সবাজারের চকরিয়ায় ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে পৌর বাস টার্মিনাল এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ জনের একটি দলের বের করা এই ঝটিকা মিছিলটি মিনিট দুয়েকের মধ্যে বাধার মুখে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের তাড়া খেয়ে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে অলিগলিতে ঢুকে পড়ে। তবে উভয়ের মধ্যে কোনো ধরনের মুখোমুখি অবস্থা হয়নি। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা শোয়াইবুল ইসলাম জানান, চকরিয়া পৌরসভা বিএনপির নেতৃত্বে শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলের সমন্বয়ে এই মশাল মিছিল বের করা হয়। এদিকে ঝটিকা মশাল মিছিল বের করার তথ্য পেয়ে পুলিশও সতর্ক অবস্থান নেয়। এতে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী দৈনিক আজাদীকে বলেন, যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জন ও যানচলাচল নির্বিঘ্ন রাখতে আমরা সচেষ্ট। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তানভীর আহমদ সিদ্দিকী তুহিন জানান, নির্বাচন বানচালের নামে স্বাধীনতা বিরোধীচক্রের আগুন–সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরু থেকেই রাজপথ পাহারায় রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, এমপি জাফর আলমের নেতৃত্বে ও নির্দেশে বিএনপি–জামায়াতের জ্বালাও–পোড়াও আন্দোলনের বিরুদ্ধে সর্বদা তৎপর রয়েছি। শান্ত চকরিয়াকে অশান্ত করতে দেওয়া হবে না কোনোভাবে।