কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নির্মমভাবে নিহত হয়েছেন। তদ্মধ্যে একজন চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে ও অপরজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত দুইজনই চকরিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের বার আউলিয়া নগর রাস্তার মাথায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মুহুরী পাড়ার ফরিদুল আলমের পুত্র ইনজামাম–উল আলম রাফি (২০) ও তার বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হাজি পাড়ার সেলিম মিন্টুর পুত্র মেহেরাব হোসেন অভি (২০)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে চেপে হারবাং যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন দুইজনই। এ সময় তাদেরকে উদ্ধার করে চকরিয়া পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয় রাফিকে। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আহত অভিকে। কিন্তু সেখানে পৌঁছার আগেই নতুন ব্রিজ এলাকায় মারা যান মেহরাব হোসেন অভি।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বাস চাপায় দুই বন্ধু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আজাদীকে জানান, মোটর সাইকেল আরোহী দুইজনকে চাপা দেওয়া যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।