চকরিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ গেল সংবাদপত্র বিক্রেতার

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন প্রকাশ কান্তি ধর (৬৩) নামের এক সংবাদপত্র বিক্রেতা (হকার)। গতকাল রোববার সকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গাস্থ সরকারি হাসপাতাল সড়কের সামনে মহাসড়ক পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন প্রবীণ এই সংবাদপত্র বিক্রেতা। এ সময় দ্রুত পালিয়ে যায় ঘাতক মোটর সাইকেলসহ আরোহী।

দুর্ঘটনার পর প্রকাশ ধরকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। নিহত প্রকাশ কান্তি ধরের বাড়ি চকরিয়ার হারবাং ইউনিয়নে। তিনি ধর পাড়ার হিরণ লাল ধরের পুত্র। প্রকাশ ধর দীর্ঘ ৩০ বছর ধরে পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে সংবাদপত্র হকার প্রকাশ ধরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ ক্লাবের সকল নেতৃবৃন্দ। এছাড়া সংবাদপত্র এজেন্ট প্রভাষক জিয়াউল হক ভুট্টো ও রবিউল হোসাইন শারিক, চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছসহ নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রকাশ ধর ছিলেন হকার সমিতির সহসভাপতি।

সংগঠনগুলোর নেতৃবৃন্দ সংবাদপত্র বিক্রেতা প্রকাশ ধরকে ধাক্কা দেওয়া ঘাতক মোটর সাইকেলসহ আরোহীকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুলিশের প্রতি। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে সংবাদপত্র বিক্রেতা প্রকাশ ধরকে ধাক্কা দেওয়া মোটর সাইকেলসহ আরোহীকে শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদের প্রতিষ্ঠাতা সবদার আলীর মৃত্যুবার্ষিকীতে ৪ দিনব্যাপী কর্মসূচি শুরু
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া মাদ্রাসায় কারবালা মাহফিল