চকরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত দুই

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় রাতে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার সুরাজপুরমানিকপুর ইউনিয়নের সুরাজপুর ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে। সুরাজপুরমানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বিয়য়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেনইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুরাজপুর গ্রামের আবদুল গণি ও মো. আদিল।

জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে ইউনিয়নের সুরাজপুর ব্রিজের পূর্বপাশে এলে তারা বন্য হাতির কবলে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফাঁসিয়াখালী বন রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, খবর পেয়ে মানিকপুর বন বিটের বনকর্মীরা সেখানে ছুটে যায়। এ সময় তারা হাতি দুটিকে পাহাড়ের দিকে চলে যাবার ব্যবস্থা করেন। তিনি আরও বলেনবর্তমানে পাকা আমন ধান কাটার মৌসুম চলছে। পাকা ধান খাওয়ার জন্য বন থেকে লোকালয়ে চলে আসে হাতি। তাই সংরক্ষিত বনাঞ্চলের আশপাশ এলাকার বাসিন্দাদের সন্ধ্যার পর সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ ক্যাডার সাজীবকে গ্রেপ্তার করতে প্রশাসনকে আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধরাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের সভা