কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে তাহেরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মালুমঘাট চা–বাগান এলাকায় এই ঘটনা ঘটে। তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার রাতে পার্শ্ববর্তী সংরক্ষিত বনের পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় চলে আসে দলছুট হয়ে। এ সময় তাহেরা বেগম হাতি দেখতে ঘর থেকে বের হয়ে রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতির সামনে পড়ে যায় তাহেরা বেগম। এসময় হাতিটি শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে ওই বৃদ্ধাকে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় তাহেরা বেগম। কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।