চকরিয়ায় ফের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী যুবক খুন

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৫:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ফের প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনির আহমদ (৪০) নামে মাছ ব্যবসায়ী এক যুবককে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত বারোটার দিকে চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির আহমদ ওই এলাকার আবু সিদ্দিকের ছেলে ও মাছ ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মনির আহমদের বাড়ির সামনে তার মামাতো ভাই আরিফ ও মারুফদের বাড়ি। সম্প্রতি মনির আহমদ আরিফের ছোট ভাইকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পর উঠানে পৌঁছামাত্র আরিফের ভাই ও পরিবারের ৭-৮ জন মিলে মারধর করে মনিরকে। এক পর্যায়ে মনির আহমদের বুকে ছুরিকাঘাত করে। এ সময় সে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যায় মনির।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে মামলা রুজু করা হবে।

এদিকে গত মঙ্গলবার সকালে চকরিয়ার কৈয়ারবিল হাসিমারকাটা এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে দুই ভাইকে ছুরিকাঘাতে করে প্রতিপক্ষের সাজ্জাদুল ইসলাম সুজন নামে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে নিহত হন মো. আরিফ হোসেন (৪০) নামের এক জামায়াত নেতা। এ সময় আহত চাচাতো ভাই খাইরুদ্দিন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধপ্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ২১ ভরি অলংকারসহ গ্রেফতার প্রেমিক