চকরিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরে জড়িত যুবক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও ফুটেজ দেখে মো. ওমর ফারুক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে তিনি ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল সোমবার বিকালে থানা পুলিশ বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এর আগে গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কাকারা ইউনিয়নের শাহওমরাবাদ ২ নম্বর ওয়ার্ডের নূরুল আলমের ছেলে। চকরিয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গাড়ি ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালতের বিচারক ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। এ সময় ভিডিওতে গাড়ি ভাঙচুর করা ব্যক্তি তিনি বলে স্বীকার করেন। তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিভিল সার্জন অফিসে প্রতারণাকালে একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার