চকরিয়ায় পাঁচ দিনব্যাপী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পাঁচদিনব্যাপী ‘শেখ হাসিনা বইমেলা’। গতকাল রবিবার বিকেলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। শেখ হাসিনা বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কঙবাজার১ আসনের সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকঙবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জয়নাল আবেদীন, বইমেলা উদযাপন কমিটির মুখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী, কমিটির আহবায়ক পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, কমিটির সদস্য সচিব তানভীর আহমদ ছিদ্দিকী তুহিন ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান নির্ভর জাতি গঠনের বিকল্প নেই। সেজন্য তরুণ প্রজন্মকে বইমুখী হয়ে জ্ঞান আহরণ করতে হবে। চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সের চত্বরে (বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারের নিচে) অনুষ্ঠিত হওয়া এই মেলায় বাংলা একাডেমি, নন্দন পাবলিকেশনসহ বিভিন্ন নামিদামী কম্পানি ও প্রতিষ্ঠানের অন্তত ১০টি স্টল বসানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের গল্পভাবনা ও লোকগান
পরবর্তী নিবন্ধদশম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন