চকরিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৫:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তমজিদুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

১৭ জানুয়ারি (বুধবার) সকাল ১০টার সময় চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড হালাকাকারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তমজিদুল ইসলাম চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা এলাকার আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে হালাকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াস উদ্দিনের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিল তমজিদ। এ সময় তিনতলার ছাদ থেকে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে যায় সে। পরে গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তামজিদ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচবির মূল ফটকে তালা, গেটের বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ