চকরিয়ায় নারী উদ্যোক্তা কর্তৃক চালু হলো নিত্যদিনের বাজার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় চার স্থানে চালু করা হয়েছে ‘নিত্যদিনের বাজার’ নামক এক ব্যতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান। গত বুধবার দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এই ব্যবসা প্রতিষ্ঠানের দুটি শাখা এবং ঢেমুশিয়া ইউনিয়নে দুটিসহ মোট চারটি ব্যবসা কেন্দ্র উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, চকরিয়া হস্তশিল্প ফাউন্ডেশনের সভাপতি শারমিন জন্নাত ফেন্সি, আইওএম প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাসেল ও আনিসুল ইসলাম, ইউনাইটেড পারপাসের প্রতিনিধি অপুল ত্রিপুরা ও আহসান নেওয়াজ। গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে আইওএমএর সহযোগিতায় ইউনাইটেড পারপাস কক্সবাজার জেলায় সামাজিক সংহতি ও সুশীল সমাজের সক্ষমতা জোরদারকরণে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইউনাইটেড পারপাসের প্রকল্প কর্মকর্তা আহসান নেওয়াজ জানান, এই প্রকল্পের আওতায় ইউনাইটেড পারপাস কক্সবাজার জেলার ৬টি উপজেলায় মোট ৩৬টি স্বসহায়ক দল গঠন করে। প্রতি দলে ২৫ জন উদ্যোক্তা রয়েছে। প্রত্যেক স্বসহায়ক দলের জন্য ব্যতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান নিত্যদিনের বাজার নামে ৩৬টি ব্যবসা কেন্দ্র চালু করার লক্ষ্যে আজকের এই আয়োজন।

তিনি আরও জানানউক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে একাধারে উদ্যোক্তারা তাদের উৎপাদিত শাক সবজি, তৈরি পোশাক, হস্তশিল্প, পোল্ট্রি, স্বাস্থ্য সুরক্ষা পণ্য এবং গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াসের বর্ষপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদূরত্বহীন রোদ