চকরিয়ায় খোলা বাজারে বোতলজাত করে অকটেন বিক্রির সময় অসচেতনতাবশত আগুন লেগে দগ্ধ হওয়া আরিফুল ইসলাম জিকু (২৩) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর। দগ্ধ হয়ে আটদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী জানান, মারা যাওয়া জিকু ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাজিয়ান এলাকায় ছোট মুদির দোকান খুলে পরিবারের জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু তাঁর পাশের আজিম স্টোর নামের এক দোকানে বোতলভর্তি করে খোলা জায়গায় অকটেন বিক্রির সময় মোমবাতির আগুন লেগে ছড়িয়ে পড়ে। এতে মারাত্মকভাবে দগ্ধ হয় জিকু। সে ওই এলাকার নুরুল আবচারের পুত্র।
চিকিৎসকের উদ্বৃতি দিয়ে চেয়ারম্যান আরও জানান, আগুনে জিকুর শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। এতে চিকিৎসাধীন অবস্থায় আটদিন পর চমেক হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় সে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান দৈনিক আজাদীকে বলেন, বিষয়টি অবশ্যই উদ্বেগের। এখন থেকে প্রতিটি এলাকায় এই ধরণের অবৈধ জ্বালানির দোকান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল জনপ্রতিনিধির কাছ থেকে তাদের এলাকার এমন দোকানের বিষয়ে তথ্য নেওয়া হবে।












