চকরিয়ায় ডাকাত, মলম পার্টির সদস্যসহ গ্রেপ্তার ৭

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ডাকাত, মলম পার্টির সদস্য, নাশকতা মামলার আসামি ও গরু চুরিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলার বিভিন্ন স্থানে চালানো এ অভিযানে উদ্ধার করা হয় একটি চোরাই গরুও। চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূইয়া বলেন, রোববার ভোর থেকে দিবাগত রাত বারোটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাত, মলম পার্টির ৩ সদস্য, গরু চুরির ঘটনায় একজন, নাশকতা মামলার আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকার মাহবুল আলমের ছেলে মো. জালাল আকবর, মৃত কালা মিয়ার ছেলে মো. হামিদ হোসেন, সাহারবিল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাইজঘোনা উত্তর পাড়ার রুকেল বার্বুচির ছেলে আব্দুল্লাহ আল মুহম্মদ রাকিব, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌয়ারফাঁড়ি পাইল্পা পাড়ার মৃত আবু শামার ছেলে সামশুল আলম, শামসুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মারিশবনিয়া (মৌলভী পাড়া) গ্রামের শামসুল আলমের ছেলে মো. ফিরোজ ও চকরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের খোঁয়াজনগর এলাকার আবুল হোসেনের ছেলে নুরুল আবছার। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ল টেইলার্সের দোকান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেসক্লাবে ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন