চকরিয়ায় ডাকাতি হওয়া ৫২টি টমটম ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ১

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৮:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ইজিবাইক (টমটম) গ্যারেজ ‘খুটাখালী পাওয়ার হাউজ’ থেকে ডাকাতি হওয়া ৫২টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। গ্রেপ্তার করা হয়েছে ডাকাতিতে সম্পৃক্ত একজনকে।

আজ শনিবার ভোররাত তিনটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটার একটি বাড়ি থেকে মজুদকৃত অবস্থায় এসব ব্যাটারি উদ্ধার অভিযান চালায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালায় থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া ও থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল হকসহ সঙ্গীয় পুলিশ।

খুটাখালী পাওয়ার হাউজের মালিক আরিফুল ইসলাম লিটন জানান- গত ২৮ নভেম্বর গভীর রাতে তার গ্যারেজ থেকে ৫৩টি ব্যাটারি ডাকাতি করা হয়। পুলিশের নকল পোশাক গায়ে প্রায় ৮ লাখ টাকামূল্যের এই ব্যাটারি ডাকাতির ঘটনায় থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।

এরপর পুলিশ ডাকাতি হওয়া ব্যাটারি উদ্ধার অভিযান শুরু করে। অবশেষে ৫২টি ব্যাটারি উদ্ধার ও ব্যাটারি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। একইসাথে গ্রেপ্তার করা হয় চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আসিফকে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন- আলোচিত এই ডাকাতির ঘটনার পর পরই ব্যাটারি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫২টি ব্যাটারি, জব্দ করা হয়েছে ব্যবহৃত পিকআপ ভ্যান। গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গ্যাসের চুলা থেকে আগুন, পুড়ল চার বসতঘর
পরবর্তী নিবন্ধ৩১ জনের নামে আইনজীবী সাইফুলের বাবার মামলা