চকরিয়ায় টমটমের ধাক্কায় বৃদ্ধ নিহত

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ১:২১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত টমটমের (ইজিবাইক) ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল সড়কে এ ঘটনা ঘটে।

আবুল কাশেম বরইতলী ইউনিয়নের ০৭নং ওয়ার্ড পহরচাঁদা বিবিরখীল মৌলভীর দোকান এলাকার বাসিন্দা আবুল শরীফের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে নিজের ফসলি জমিতে কাজ করতে যাওয়ার সময় পিছন থেকে টমটম সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আবুল কাশেম।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান টমটমের ধাক্কায় এক বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।

পূর্ববর্তী নিবন্ধএক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা