চকরিয়ায় ছাগলের খামার থেকে সিগারেটের ব্যান্ডরোল জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ১১:০১ অপরাহ্ণ

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় বিজয় টোবাকোর গুদাম ও ছাগলের খামারের মাটি খুঁড়ে বিপুল পরিমাণ নকল ও ব্যবহৃত সিগারেটের ব্যান্ডরোল জব্দ চট্টগ্রামস কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

বিজয় টোবাকোর বেশিরভাগ শেয়ারের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটন এবং তাঁর ভাই আবদুল মান্নান খোকনের বলে জানিয়েছে ভ্যাট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামস কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয় টোবাকোর গুদাম ও ছাগলের খামারের মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও নকল সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়।

বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের কক্সবাজারের ভ্যাট ম্যানেজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও আড়াই লাখ পিস সিগারেট নকল ব্যান্ডরোল জব্দ করা হয়।

বর্ণিত ব্যান্ডরোলগুলো ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ৭ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত