চকরিয়ায় ছয় মামলার পরোয়ানাভুক্ত বনদস্যু গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় দুই মামলায় সাজাসহ ৬ মামলায় পরোয়ানা থাকা রেজাউল করিম (৪০) নামের এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে খুটাখালী ইউনিয়নের সংরক্ষিত বনভূমির বাগান পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শফি আলমের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিম একজন বনদস্যু ও ডাকাত। তার বিরুদ্ধে দুটি বন মামলায় সাজা, সরকারি কাজে বাধাসহ কর্মকর্তাকে মারধর, বন উজাড়ের ঘটনায় দায়েরকৃত ৬ মামলায় পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসামর্থ্য থাকলে মজলুম ফিলিস্তিনিদের সাথে আমরাও শরিক হতাম
পরবর্তী নিবন্ধনিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে এম. মনজুর আলমের সহায়তা প্রদান