চকরিয়ায় ছড়াখালে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চকরিয়ায় গোসল করতে নেমে ছড়া খালের পানিতে ডুবে তছলিমা জান্নাত (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সোয়া বারোটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বালুচর দক্ষিণ ষোলহিচ্ছা এলাকার বগাছড়ি ছড়াখালে এই ঘটনা ঘটে।তছলিমা জান্নাত ওই এলাকার গিয়াস উদ্দিনের কন্যা ও স্থানীয় ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্রী।

স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. খালেদ চৌধুরী পানিতে ডুবে স্কুল ছাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির অদূরে বগাছড়ি ছড়াবখালে গোসল করতে যায় তছলিমা। এ সময় ছড়া খালের পানিতে ডুব দেওয়ার পর সে উঠেনি। পরে সাথে থাকা অপর শিশুরা তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তছলিমার মরদেহ ভেসে উঠে পানিতে।

পূর্ববর্তী নিবন্ধনতজানু নয়, বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি চাই : উপদেষ্টা মাহফুজ
পরবর্তী নিবন্ধসংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই