কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নে রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৭ বসতঘর। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাজার পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন নুরুল ইসলাম, সাইফুদ্দিন, মো. আসফাক উদ্দিন, রবিউল আলম, মো. নাছির উদ্দীন, মো. সরওয়ার আলম ও মো. আবু তাহের।
জানা যায়, খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত ১৫ কিলোমিটার দূরের এই অগ্নিকাণ্ডস্থলে দ্রুতই পৌঁছতে সক্ষম হয়। তবে এর আগে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কল্যাণে আশপাশের কয়েকটি বাড়ি আগুন থেকে রক্ষা পায় বলে জানায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্তরা পরিবারের লোকজন জানান, একটি বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে সূত্রপাত হওয়া আগুনে একে একে সাতটি পরিবারের বসতবাড়ি পুড়ে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে বর্তমানে তারা বৃষ্টিপাতের মধ্যে মানবেতর জীবন–যাপন করছেন।
খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল, দুটি কম্বল, দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকা প্রদান করা হয়।