চকরিয়ায় খামারঘরে লুটপাট, নারী আহত

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় খামার ঘরে হামলা চালিয়ে কেয়ার টেকারের স্ত্রীকে মারধরে করে গরুছাগল, গাছপালা ও ধান লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে খামার মালিক মো. শাহেদুল মোস্তফা দাবি করেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ভরারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী ভরারচর এলাকায় শাহেদুল মোস্তফার মালিকানাধীন বেশ কিছু জমি রয়েছে। ওইসব জমিতে, ধান ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ও গরুছাগল পালন করে আসছে। খামার ঘরে কেয়ারটেকার হিসেবে রয়েছে হাবিব উল্লাহ লেদু ও তার স্ত্রী শবে মেহরাজ। সকালে ছায়রাখালী এলাকার জামাল উদ্দিন ও আবদুল আজিজ পুতুর নেতৃত্বে ২০২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী জমি জবর দখলের উদ্দেশ্যে খামারবাড়ি ভাংচুর, মালামাল ও গরু লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা শবে মেহরাজকে খামার ঘর থেকে বের হয়ে চলে যেতে বলে। তিনি তাতে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকে মারধর করে খামারঘরে অবরুদ্ধ করে রাখে। তারা ২০ বস্তা ধান, নগদ ২৫ হাজার টাকা, ৫০টি ম্যালেরিযা গাছ, ৪টি গরু, ১২টি ছাগল ও ধানের বীজতলা ও ক্ষেত নষ্ট করে দেয়। এসব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে সন্ত্রাসীরা।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, খামারবাড়িতে লুটপাটের ঘটনায় থানার একটি এজাহার দেয়া হয়েছে। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ষটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসিটি গেইটে এলজি উদ্ধার মামলা একজনের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকরেরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর