চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। তদ্মধ্যে চকরিয়ার বিভিন্ন স্থান থেকে চারজন এবং মহেশখালী থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন– বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৩৮), ঢেমুশিয়া পাড়ার আবদুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭), কলেজ পাড়ার মো. ইছহাকের ছেলে মো. কাজল (২৩), বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল ও দাতিনাখালী পাড়ার আবু সালেহের ছেলে অমিত হাসান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, এই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার জমা না দেওয়ায় মামলা রুজু করা যায়নি। প্রসঙ্গত, গত রোববার রাতে চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ১৫ বছরের এক কিশোরী। সে বাঁশখালী থেকে অটোরিকশায় চেপে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিল। এ সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হলে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।