চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত, চার বখাটে আটক

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মো. শাহেদ (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে একদল বখাটে। এতে ওই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালে ভর্তি করায়।

গতকাল রবিবার রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় সংঘটিত এই ঘটনায় স্থানীয় জনতা কর্তৃক তাত্ক্ষণিক চারজনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।

ছুরিকাঘাতে আহত শাহেদ রংমহল এলাকার মো. শওকত আলীর ছেলে। পুলিশের কাছে সোপর্দ করা চার বখাটে হলো যথাক্রমে আবরার হামিম, মো. তাসিফ, তমজিদুল হাসান, আলফি হাসান রিফাত। তাদের বাড়িও একই এলাকায়।

এই ঘটনায় শাহেদের বড় বোন রোমানা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। ওই মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতের ঘটনায় চার বখাটেকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে উপস্থাপন করা হয়। এ সময় আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ১৩ মামলার জব্দকৃত মাদক পুড়িয়ে ধ্বংস