চকরিয়া ও খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল শনিবার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
চকরিয়া প্রতিনিধি জানায়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বেসরকারি কোম্পানিতে চাকরিরত মোটরসাইকেল আরোহী এক কর্মকর্তা। শনিবার সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ গেটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আরোহীর নাম মোহাম্মদ শাহজাহান (৪৫)। তিনি কুমিল্লার কোতোয়ালী থানার বাগিচাগাঁও এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার পুত্র। তিনি ১৫ বছর ধরে একটি ভেটেরিনারি কোম্পানিতে বিপনন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং পৌরসভার মগবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, নিজের ব্যবহৃত মোটরসাইকেল সার্ভিসিং করতে যান মো. শাহজাহান। এ সময় মহাসড়ক পার হতে গেলে উত্তর দিক থেকে আসা মেঘনা গ্রুপের মিনি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেলসহ আরোহী শাহজাহান সড়ক থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানায়, খাগড়াছড়ির আলুটিলায় ইট বোঝাই ট্রাক্টর ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার সকালে আলুটিলার ময়লার টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ট্রাক্টর–কাভার্ডভ্যানের সংঘর্ষে তৎক্ষণাৎ কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়।
আহতরা হলেন রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা (২০), রহিম (৩০) ও শাহিন (৩০)। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা সকলে মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
জানা যায়, সংঘর্ষের পর ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণ এবং আহতের উদ্ধার করে। খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার আহতদের আর্থিক সহায়তা তুলে দেন।
পুলিশ সার্জেন্ট পুলক দে জানান, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর সংঘর্ষের ফলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ–পরিচালক জাকের হোসেন বলেন, দুর্ঘটনার পর কার্ভাড ভ্যানে আগুন লেগে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।