কক্সবাজারের চকরিয়ায় ১২ ঘন্টার বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র (এল.জি) ও ২ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তন্মধ্যে দুইজন অস্ত্রধারী ডাকাত ও একজন ওয়ারেন্টভুক্ত আসামি।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাত আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে এই বিশেষ অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার রিদুয়ানুল হকের ছেলে এমরানুল হক শামীম (২৫), একই ইউনিয়নের এক নস্বর ওয়ার্ডের সুয়াজিন্নাহ পাড়ার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) ও চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাখালীর নুর আহমদের ছেলে আলমগীর (৩৬)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, বারো ঘন্টার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে এবং অপরজনকে পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে জেলহাজতে প্রেরণ করেন ম্যাজিস্ট্রেট।