চকরিয়ায় আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

নগরীতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনচকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন (৩৫), মিজবাহ উদ্দিন (২০), মো. সোয়াইবুর রহমান (৩৪), জুবাইদুর রহমান মিন্টু (৩৪), মো. রমজান আলী (২৮), নাঈমুল ইসলাম সাগর (৩০), তামিমুল ইসলাম (২৫), আনোয়ার হোসাইন (৫৩), আনোয়ার হোসাইন (৫৩), বেলাল উদ্দিন (৫০), ছরওয়ার কামাল (৪৫), শিব্বির আহমদ (১৯), নুরুল হাকিম প্রকাশ বাবু (২৮), রেজাউল করিম (২৮), রিশাদুল ইসলাম বাবু (২০)। গ্রেপ্তারকৃতরা সবাই চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে শনিবার বিকেলে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে। চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের নেতৃত্বে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা রঙে বসন্ত বরণ
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের পর্দা নামছে আজ