কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে পৌরসভার ৮নং ওয়ার্ডের চিরিঙ্গা মিয়াজি পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, মিয়াজি পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও বেলাল উদ্দিন। তিনজনই পৌরশহরের ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা কেউই বলতে পারছেন না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আমার একান্নবর্তী পরিবারের অন্তত অর্ধ কোটি টাকার সহায়–সম্পদ পুড়ে নিঃস্ব হয়ে পড়েছি। একইভাবে অন্য দুই পরিবারও নিঃস্ব হয়ে গেছে সর্বস্ব হারিয়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।