চকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার তিন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র (এল.জি) ও ২ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তন্মধ্যে দুইজন অস্ত্রধারী ডাকাত ও অপরজন ওয়ারেন্টভুক্ত আসামি। গত শুক্রবার রাত আটটা থেকে পরদিন শনিবার (গতকাল) সকাল ৮টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে এই বিশেষ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার রিদুয়ানুল হকের ছেলে এমরানুল হক শামীম (২৫), একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুয়াজিন্নাহ পাড়ার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) ও চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালীর নুর আহমদের ছেলে আলমগীর (৩৬)

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, বারো ঘণ্টার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে এবং অপরজনকে পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে জেলহাজতে প্রেরণ করেন ম্যাজিস্ট্রেট।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বার্ষিক সভা