বান্দরবানের লামার পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর পরিবহনের সময় চকরিয়ায় জব্দ করা হয়েছে বালুভর্তি দুটি ট্রাক। গতকাল শনিবার ভোরে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের আভিযানিক দল চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় বালুভর্তি ট্রাক দুটি জব্দ করে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বন এলাকা থেকে অবৈধভাবে বালু সংগ্রহ বা পরিবহন করতে দেওয়া হচ্ছে না।
তবে পাশ্ববর্তী বান্দরবানের লামার বিভিন্ন ছড়া, খাল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় চকরিয়ার ডুলাহাজারা এলাকা থেকে জব্দ করা হয়েছে দুটি ট্রাক।
তিনি আরও জানান– জব্দকৃত বালুভর্তি ট্রাক দুটির বৈধ কাগজপত্র না থাকায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।