চকরিয়ায় অগ্নিকাণ্ডে ৬ প্রতিষ্ঠান ও ১৪ বসতবাড়ি পুড়ে ছাই

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী বাজারে ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের একটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আকষ্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে বদরখালী বাজারের ৬ জন বড় ব্যবসায়ী ও একই গ্রামের ২৭টি পরিবার। তন্মধ্যে ১৪টি পরিবারের বাড়িসহ সহায়সম্পদ পুড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। গতকাল সোমবার সকালে বদরখালী বাজারে এবং বিকেল তিনটার দিকে পূর্ব বড় ভেওলার কাসিম আলী সিকদার পাড়ায় পৃথক এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

এদিকে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুই স্থানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বদরখালীতে দেড় ঘন্টা এবং পূর্ব বড় ভেওলায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আশপাশের অনেক স্থাপনা রক্ষা পায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানানদুই অগ্নিকাণ্ডের মধ্যে বদরখালী বাজারের বড় বড় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ৩ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে পূর্ব বড় ভেওলায়ও বসতবাড়িসহ কয়েক কোটি টাকার সম্পদ ভষ্মিভুত হয়। এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচোখের পাতা খুলেছে মাগুরার সেই শিশুটি : উপ-প্রেসসচিব
পরবর্তী নিবন্ধইফতারের থালায় বৈচিত্র্য এনেছে মিঠাইয়ের জিলাপি