চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

সাবেক ওসি নেজামকে হেনস্তার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে হেনস্তার অভিযোগ ওঠার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে। গতকাল তাকে বহিষ্কার করা হয়েছে।

নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হল। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বহিষ্কারের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন এইচ এম রাশেদ খান।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে পাঁচলাইশ এলাকায় গিয়ে জনতার রোষের মুখে পড়েন সিএমপির কোতোয়ালী থানার সাবেক ওসি ও বর্তমানে কুমিল্লাহ সিআইডিতে ইন্সপেক্টর হিসেবে কর্মরত মোহাম্মদ নেজাম উদ্দীন। অভিযোগ আছে, শহীদুল ইসলাম শহীদ নেজামকে দেখতে পেয়ে প্রথমে চড়াও হন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-রেহেনা ও সন্তানদের ব্যাংক হিসাব তলব
পরবর্তী নিবন্ধশিপিং সেক্টরে ভেন্ডরের উৎপাত