ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিক্ষোভ মিছিলটি নগরীর কাপাসগোলা, বাদুরতলা, চকবাজারের নানা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকার আবারও মাথাছাড়া দিতে চাচ্ছে। বাংলার মাটিতে এই খুনি দোসরদের বিচার না হওয়া পর্যন্ত কোনরকম ছাড় নয়।
এতে উপস্থিত ছিলেন রমজু এস এম আবু সালেহ, বিনপি নেতা শফিকুল ইসলাম খোকন, এখতিয়ার হেসেন, আবু আহমেদ, নুরুল আলম শিপু, আনিসুজ্জামান সাইমন, এস এম সিরাজ, রিয়াজুদ্দিন সাত্তার মামুন, নুরুল হাসান টিপু, আলমগীর, ওসমান, জসিন উদ্দীন, ইব্রাহিম, মোহাম্মদ এরশাদ, বাপ্পি দে, রাহাতউল্লাহ রবিন, ইলিয়াস জিকু, আক্তার হোসেন, ইমরান লিটন, কামাল, হাবিব, আযম, আরিফ, আলম, সোহেল, জাবেদ, সোহেল, গিয়াস, আবছার, সিনবাদ, মুন্না, আলী হায়দার রানা, রহিত, ফারহাদুল ইসলাম তারেক, তাওসিফ, শামস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।