বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সহধর্মিণী বেগম ডালিয়া নাজনীন নাছির, কন্যা নুসরাত নাজনীন নাছির ও ফুফু শামসুন্নাহার বেগমের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৫ মার্চ) চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এস এম সিরাজ, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার থানা যুবদল নেতা জসিম উদ্দিন, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, আলম, সালাউদ্দিন, সোহেল, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা আলী হায়দার রানা, রহিত, তারেকসহ অনেকে। এ সময় সকলে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। –বিজ্ঞপ্তি।