চকবাজার থানা তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

৩৬ সদস্য বিশিষ্ট থানা কমিটি প্রকাশ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে কাজীর দেওরীর সমাদর ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আয়ব্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। তিনি তাঁতীদলের নানাবিধ সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশবিরোধী কর্মকান্ডে লিপ্তদের কঠোর হুশিয়ারি দেন।

চট্টগ্রাম মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. মামুনের সভাপতিত্বে ও কে এম আবুল কাশেমের পরিচালনায় এ অনুষ্ঠানে মো. মামুনকে আহ্বায়ক এবং মো. সাইদুলকে সিনিয়র যুগ্ম আয়ব্বায়ক করে চকবাজার থানার ৩৬ সদস্য বিশিষ্ট এক নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. মহসিন। বিশেষ অতিথি ছিলেন নগর তাঁতীদলের আহ্বায়ক মো. সেলিম হাফেজ, নগর তাঁতীদলের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ সম্পাদক মো. শফিক আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ বাবলু, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন, ১৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম মহানগর জিসাসের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদ, চট্টগ্রাম মহানগর সাবেক যুবদল নেতা মো. ইদ্রিস, নুর হোসেন রমজান, আইয়ুব খান, মিঠু, আব্দুল মালেক, মো. সাত্তার, জাহিদ আনসারী, শাহ আলম, মো. সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সাইদুল, নুর হোসেন, রিয়াদ আব্বাস, মো. কামাল হোসেন, মো. শামসুল হক গাজী, এডভোকেট মোখলেছুর রহমান, মো. হারুন, রমজান আলী, এ এইচ এম রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী কলেজ বাজারে ব্যবসায়ীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধহযরত শাহ জালাল বোখারির (রহ.) বার্ষিক ওরশ