জামায়াতে ইসলামী মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, সাধারণ মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে ভালো–মন্দ ধারণা পোষণ করে থাকে। ফলে আপনাদেরকে সবরের মাধ্যমে দ্বীন কায়েমের কাজকে এগিয়ে নিতে হবে। আর যেকোন পরিস্থিতিতে সাহসিকতার সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতার আলোকে ময়দানকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সর্বাবস্থায় আল্লাহর উপরে তায়াক্কুল করতে হবে। প্রত্যেক পাড়ায় মহল্লায় সকলের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ভবিষ্যত প্রজন্মকে ইসলামের সুমহান আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। পরিবার রাষ্ট্র সমাজ সবক্ষেত্রে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে হবে।
চকবাজার থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন শহিদুল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ ও আব্দুর রাকিব, এরশাদুল ইসলাম, হায়াত উল্লাহ, খালেদ জামাল, মুহাম্মদ আব্দুর রহমান ও মুহাম্মদ কামাল, মুহাম্মদ ই্য়াছিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মো. ইসমাঈল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











