নগরের চকবাজার থানার ব্যারাকের গোসলখানা থেকে মো. অহিদুর রহমান (৩২) নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তিন মাস আগে বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে সিএমপিতে যোগ দেন তিনি। গত সেপ্টেম্বরে তার চকবাজার থানায় পদায়ন হয়। থাকতেন থানার ব্যারাকে। গতকাল রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
চকবাজার থানা সূত্রে জানা গেছে, রাতে টহল টিমের সাথে ডিউটি করেছিলেন অহিদুর। সকালে কাজ শেষ করে তিনি থানার ব্যারাকে ফিরেছিলেন। গামছা ও সাবান নিয়ে বাথরুমে গিয়েছিলেন। পরে অপর এক সহকর্মী গোসলে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকতে থাকেন। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কানোর পরও ভেতর থেকে সাড়া না পেয়ে অন্যদের জানান। দরজা ভেঙে তাকে ছাদের হুকের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নগর পুলিশের উপ–কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, রাতে অহিদের সাথে যারা ডিউটি করেছিলেন তারা বলেছেন তার মধ্যে কোনো অস্বাভাবিকতা তারা দেখেননি। স্বাভাবিকভাবেই ডিউটি করেছিলেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।












