চট্টগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, শামসুল ইসলামের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে, যার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, “আমরা তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পুলিশের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন ওসি কামরুল হাসান।