চকবাজার কাউন্সিলর কার্যালয় ঘিরে ছাগলের হাট

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৬:৩৮ অপরাহ্ণ

নগরীর চকবাজার কাউন্সিলর কার্যালয়কে ঘিরে বসানো হয়েছে পশুর হাট। এ হাটে বিক্রি করা হচ্ছে ছাগল।

সরেজমিন দেখা গেছে, চকবাজার ওয়ার্ড কার্যালয়ের নিচে এবং আশপাশের সড়ক দখল করে নিয়ে বসেছে ছাগলের হাট।এসময় টহল পুলিশের গাড়ি আসলেই সড়ক দখল করে বসানো পশুর হাট যেন তাদের নজরেই পড়ছে না।

এদিকে সড়কে পশুর হাট বসানোর কারণে যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। এসব দেখার যেন কেউ নেই।

এ বিষয়ে চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মুস্তাফা টিনু আজাদীকে বলেন, আমি শুনেছি আমার কার্যালয়ের সামনে কিছু ছাগল নিয়ে বিক্রেতা বসেছে। আমি শোনা মাত্র সিটি কর্পোরেশনকে খবর দিয়েছি। যত্রতত্র পশুর হাট বসানো যাবেনা মেয়রের আদেশ।

জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুমোদিত বাজার ছাড়া যত্রতত্র পশুর হাট না বসাতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে অবৈধ পশুরহাট পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির লংগদুতে বজ্রপাতে চারজন নিহত
পরবর্তী নিবন্ধইটভাটার শ্রমিকের প্যান্টের বেল্টে ৫০০ পিস ইয়াবা