চকবাজার ও জামালখানে মিছিলে হামলার ঘটনায় বিএনপির নিন্দা

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৪:৩৬ পূর্বাহ্ণ

বুধবার চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়ে সমাবেশে যোগদানের উদ্দেশে মিছিল নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম কলেজের সামনে ও জামালখান মোড়ে বিএনপির নেতাকর্মীদের আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বেগম রোজী কবির, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন হামলার ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করেন।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ কর্মসূচি করার কথা ছিল ১১ জুন। কিন্তু যুবলীগ একই দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আমাদের কর্মসূচি পিছিয়ে ১৪ জুন করার সিদ্ধান্ত নিই। এরপরও যুবলীগ আমাদের সমাবেশ বানচাল করার জন্য শান্তি সমাবেশের নামে নগরীর বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে। এই শান্তি সমাবেশ থেকে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের সমাবেশে আসার পথে চট্টগ্রাম কলেজের সামনে ও জামাল খান মোড়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরে যাওয়ার পথে আবারো তাদের উপর হামলা করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা এ ধরনের সংঘাত তৈরির রাজনীতি বাদ দিয়ে আওয়ামী লীগকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই। আমরা এই হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরং নাম্বারে পরিচয়, পরকীয়ার জেরে প্রবাসীর হাতে মা-মেয়ে খুন
পরবর্তী নিবন্ধমধ্যরাতে শ্বাসকষ্ট নিয়ে হেফজখানার ৪ ছাত্রী হাসপাতালে