নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম আজ রোববার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য চকবাজার কাঁচাবাজার মোড় থেকে কে বি আমান আলী রোড ও রাহাত্তার পোল হয়ে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এলাকা যানজটমুক্ত রাখতে প্রশাসনের সহায়তা চেয়েছেন। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি চকবাজার ও বাকলিয়া থানা পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
কাউন্সিলর শহিদ বলেন, বাকলিয়া জনবহুল এলাকা। এলাকার বাসিন্দাদের পাশাপাশি এই পথ চকবাজার থেকে রাহাত্তার পোল হয়ে দক্ষিণ চট্টগ্রামে জনসাধারণের যাতায়াতের পথ। ফলে যান চলাচলের চাপে চকবাজার ও রাহাত্তার পোল এলাকায় প্রায়শ যানজট লেগে থাকে। তাই এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সময় বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় থানা পুলিশ ও সিএমপি ট্রাফিক বিভাগের প্রয়োজনীয় সহায়তা প্রয়োজন। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে চকবাজার-বাকলিয়া এলাকার স্থানীয় ব্যবসায়ীদের সহায়তাও কামনা করেছেন শহিদ। প্রেস বিজ্ঞপ্তি।