চকবাজার ওয়ার্ড পর্যায়ের খেলা শুরু

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর চকবাজার ওয়ার্ড পর্যায়ের খেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৬, ২০ এবং ৩২ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমকী সেন গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কায়ছার আহমদ, কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ শিল্পী চৌধুরী, সুপন মল্লিক, ছিদ্দিক আহমদ, সলিকা বেগম, নার্গিস সুলতানা প্রমুখ। খেলা পরিচালনা করেন দোলন চক্রবর্তী। উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আনজু মিয়ার বলী খেলায় রফিক বলী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বার্ডস ও বক্সিরহাটের জয়