চকবাজার ওয়ার্ড পরিদর্শনে ময়লা আর্বজনার স্তুপ দেখে ক্ষুব্ধ মেয়র

চার পরিচ্ছন্ন কর্মকর্তাকে নোটিশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

পরিচ্ছন্ন কাজে গাফেলতি করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চার পরিচ্ছন্ন কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এরা হচ্ছেন পরিচ্ছন্ন কর্মকর্তা হাছান রশিদ, পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক শহীদুল ইসলাম, সুপারভাইজা আনন্দ পাল ও মো. আবদুল্লাহ। গতকাল সোমবার কৈফিয়ত চেয়ে অফিস আদেশ জারি করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। এতে পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, গতকাল সিটি মেয়র ১৬নং চকবাজার ওয়ার্ড পরিদর্শনকালে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যথাযথভাবে সুইপিং না হওয়া দেখে এবং যেখানে সেখানে জমা-স্তুপ করে রাখা ময়লা-আর্বজনা পড়ে থাকতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। উন্মুক্তভাবে ময়লা আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি জনসম্মুখে সিটি কর্পোরেশনের ভাবমূর্তিও দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। কর্তব্যে চরম অবহেলা, সঠিক ও যথাযথভাবে তদারকির অভাবে এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলা হয়, এটা সরকারি চাকুরিবিধির পরিপন্থী। এ ঘটনার দায়ে কেন বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

পূর্ববর্তী নিবন্ধমৎস্যজীবী লীগ মহানগরের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআইন-শৃঙ্খলা রক্ষায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ