চকবাজার ওয়ার্ডে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, মো. মজিবুর রহমান, মো. দেলোয়ার হাছান ও ইয়াসিন আহমেদ। গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই তিন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে এ ওয়ার্ডে এখন প্রার্থী সংখ্যা ২১ জন। আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এই ব্যাপারে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আজাদীকে জানান, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন এ ওয়ার্ডে মোট ২১ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে এই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূন্য হয়। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোট কেন্দ্রে আগামী ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজলদস্যুর এক চোখে কালো ফেট্টির রহস্য কী
পরবর্তী নিবন্ধবছরে আড়াই হাজার কোটি টাকার তেল চুরি রোধ কবে?