চকবাজার ওয়ার্ডে গুল-এ-জার বেগম ও এমদাদ আলী স্কুল চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে ১৬নং চকবাজার ওয়ার্ডে বালিকা বিভাগে গুলজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে এমদাদ আলী সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চ্যাম্পিয়ন হওয়ায় ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু ব্যক্তিগতভাবে বিজয়ী দুই বিদ্যালয়ের খেলোয়াড়দেরকে পুরস্কৃত করেন। এসময় তিনি বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মোহাম্মদ তারেক সুলতান, ব্যবসায়ী মোহাম্মদ নুরুন্নবী, বিপ্লব দে, মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, জসিম উদ্দিন সুমন, শেখ আমির, মোহাম্মদ হায়দার, মিজানুর রহমান মিজান, গিয়াস উদ্দিন সাজিদ, আলাউদ্দিন আরিফ মানিক, মোহাম্মদ রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফিরিঙ্গী বাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন