চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ প্রার্থীর মধ্যে গতকাল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
২১ কাউন্সিলর প্রার্থীর মধ্যে কে কি প্রতীক পেলেন-তা নিম্নে দেয়া হলো।
কাউন্সিলর প্রার্থী মো. সামশেদ নেওয়াজ রনী পেয়েছেন ঘুড়ি প্রতীক। এই প্রতীকের জন্য ১২ জন প্রার্থী আগ্রহী ছিলেন। ১২ জনের মধ্যে লটারি হলে সামশেদ নেওয়াজ রনী ঘুড়ি প্রতীক পান। মো. নাজিম উদ্দীন পেয়েছেন কাচি প্রতীক, যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু পেয়েছেন মিষ্টি কুমড়া, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ খান পেয়েছেন পান পাতা, ৭ বারের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম পেয়েছেন ড্রেসিং টেবিল, মো. আলী আকবর হোসেন চৌধুরী পেয়েছেন কাঁটা চামচ, মো. সেলিম রহমান পেয়েছেন ঠেলাগাড়ি, কায়ছার আহমেদ পেয়েছেন প্রদীপ প্রতীক, মো. আবুল কালাম চৌধুরী পেয়েছেন সূর্যমুখী ফুল, শওকত ওসমান পেয়েছেন এয়ারকন্ডিশনার, মো. নোমান চৌধুরী পেয়েছেন ট্রাক্টর প্রতীক, মো. শাহেদুল আজম শাকিল পেয়েছেন ক্যাপ প্রতীক, মোহাম্মদ দেলোয়ার হোসাইন পেয়েছেন রেডিও, মো. আজিজুর রহমান পেয়েছেন হেলমেট প্রতীক, মো. আব্দুর রউফ পেয়েছেন ব্যাডমিন্টন র্যাকেট, মো. নুরুল হুদা পেয়েছেন ঝুড়ি প্রতীক, কাজী মুহাম্মদ ইমরান পেয়েছেন লাটিম, মো. রুবেল ছিদ্দিকী পেয়েছেন করাত প্রতীক, মো. আলাউদ্দিন পেয়েছেন টিফিন ক্যারিয়ার, মোহাম্মদ জাবেদ পেয়েছেন স্ট্রবেরি, এ কে এম সালাউদ্দিন কাউসার লাভু পেয়েছেন হেডফোন প্রতীক।
এই ব্যাপারে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আজাদীকে জানান, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উপ-নির্বাচনে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করার পর ২১ প্রার্থী এখন নির্বাচনী মাঠে রয়েছেন। এই ২১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোট কেন্দ্রে আগামী ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।












