তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ এপ্রিল চকবাজার ওয়ার্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। তিনি বলেন, বর্তমান বিশ্বে নগরায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত, সে জায়গাই আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও তার পরিচর্যা খুবই জরুরি। চকবাজার ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাইসার হামিদ, সাইদুল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা মো. রাফি, মো. ফাহিম, মো. হায়দার, মো. তামিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।