নগরীর চাক্তাই খালের চকবাজার কে বি আমান আলী রোড থেকে ফুলতলা পর্যন্ত অংশে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে চসিক। গতকাল সোমবার সকালে চসিকের পরিচ্ছন্ন কর্মীরা এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্টরা জানান, খাল পরিষ্কারের সময় দেখা যায় বেশিরভাগ বর্জ্যই প্লাস্টিকের বোতল, পলিথিন ও বাজারের পচা সবজি। এসব বর্জ্যের কারণে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। খাল পরিষ্কারের পর চসিকের পরিচ্ছন্ন কর্মীরা মশক নিধনে ওষুধ স্প্রে করেন। অভিযানে অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী, প্রশাসকের সহকারী একান্ত সচিব স্বরুপ দত্ত রাজু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।