নগরের চকবাজার এলাকার আওয়ামী লীগ নেতা আলী আকবর মিন্টু প্রকাশ ক্যাসিনো মিন্টুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
তিনি বলেন, সন্ধ্যায় কোতোয়ালী থানা এলাকা থেকে আলী আকবর মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।