চকবাজারে হাজী বিরিয়ানি হাউজ সিলগালা, লাখ টাকা জরিমানা

পচা মাংস ও ক্যামিকেল ব্যবহার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

দুর্গন্ধযুক্ত (পচা) মাংস ও অননুমোদিত ক্যামিকেল দিয়ে অপরিষ্কার এবং নোংরা পরিবেশে বিরিয়ানি তৈরির অভিযোগে চকবাজারে চকসুপার মোড়স্থ হাজী বিরিয়ানি হাউজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন আজাদীকে জানান, দুর্গন্ধযুক্ত মাংস ব্যবহার করে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর উপায়ে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিরিয়ানি প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার সময় চকবাজার থানা পুলিশের অভিযোগের ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে ভোক্তা অধিকার পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ ও আনিছুর রহমান অভিযান পরিচালনা করে চকবাজার চকসুপার মোড়স্থ ‘হাজী বিরিয়ানি হাউজ’র মালিক হাজী নাজমুল বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া বিরিয়ানি হাউজটি সিলগালা করেন। চকবাজার থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

পূর্ববর্তী নিবন্ধ‘লোভনীয়’ প্রস্তাব, গ্রহণ করতে পারছে না চসিক
পরবর্তী নিবন্ধকারখানায় যাওয়ার পথে বাস চাপায় টেকনিশিয়ানের মৃত্যু