চকবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার এলাকায় চাঁদাবাজি ইস্যুকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে উভয় পক্ষে ৮জন আহত হওয়ার ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। আহতরা বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি চকবাজারের চট্টেশ্বরী রোডের গোয়াছি বাগানের ১ নম্বর গলির মুখে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদের অনুসারীদের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রবিউল ইসলাম রাজুর অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। রাজুর অনুসারীদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিনজনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়। আহতরা হলেন, বাবু, সাইফুল, ইমরান হোসেন বাবু, জুয়েল ও হৃদয়।

সংঘর্ষের ঘটনায় দেলোয়ার হোসেন ফরহাদের অনুসারীরা আগে মামলা করলে রবিউল ইসলাম রাজুর অনুসারী সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার চকবাজার থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, রবিউল ইসলাম রবি, জিকু দেবনাথ, মো. আমিরুল ইসলাম রুবেল, সাজু দাশ, জহিরুল ইসলাম ও গোপাল সরকার।

উল্লেখ্য, রবিউল ইসলাম রাজু চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুর অনুসারী।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর, এরপর কী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার