নগরীর চকবাজারস্থ পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষকদের মাঝে সতেজ সবজি বিতরণ অনুষ্ঠান গত ৮ মে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে রকমারি সবজির গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে তাগিদ দিতে এসব সবজি বিতরণ করা হয়। সবজি বিতরণ করেন পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল করিম। বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জোহরা আবজুন শিউলি, এডমিন ডা. এমএ ফজল, সিনিয়র শিক্ষিকা রেভা রাণী দাশ, সিনিয়র শিক্ষক এনামুল হক এনাম, আয়েশা আমান, আফিফা আমান আইরিন, নাজনীন আক্তার, সহকারী শিক্ষক শ্যামলী ভট্টাচার্য, নীলা ঘোষ, ফারজানা রহমান, মরিয়ম, জুনায়েদ হুজুর, আকবর উদ্দীন নাইম, হিসাব রক্ষক আনিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।